thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন

২০১৩ ডিসেম্বর ০১ ১৮:৪২:২৪
অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন

দ্য রিপোর্ট প্রতিবেদক : গাজীপুরের স্ট্যান্ডার্ড গ্রুপের পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় রবিবার ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

শ্রম মন্ত্রণালয়ের উপসচিব মো. আমিনুল ইসলামকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটিকে ৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে কমিটি গঠন করে এ আদেশ জারি করা হয়েছে।

এছাড়া কমিটিতে সদস্য হিসেবে আছেন, কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন পরিদফতরের ঢাকা বিভাগীয় অফিসের উপ-প্রধান পরিদর্শক (সাধারণ) নৃপেন্দ্রনাথ দাস, গাজীপুরের ইন্ড্রাস্ট্রিয়াল পুলিশ-২ এর উপপরিচালক ফরহাদ হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের উপপরিচালক মো. জহুরুল আমিন মিয়া, শ্রম ও পরিদফতরের সহকারী শ্রম পরিচালক মো. বেলাল হোসেন শেখ, বিজিএমইএ এর পরিচালক আজমত রহমান এবং গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি লিমা ফেরদৌস।

কমিটি অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ নির্ণয়, দায়ী ব্যক্তিদের চিহ্নিতকরণ এবং ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করবেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় কোনাবাড়ি বিসিকের স্ট্যান্ডার্ড গ্রুপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে স্ট্যান্ডার্ড গ্রুপের একটি ১০তলা ভবন ও দুটি ৬তলা ভবন সম্পূর্ণ পুড়ে যায়।

(দ্য রিপোর্ট/আরএমএম/এমসি/এমডি/ডিসেম্বর ০১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর