thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

`গণবিচ্ছিন্ন সরকারের পতন অনিবার্য’

২০১৩ ডিসেম্বর ০১ ১৯:০৪:২৫
`গণবিচ্ছিন্ন সরকারের পতন অনিবার্য’

দ্য রিপোর্ট প্রতিবেদক : গণবিচ্ছিন্ন সরকারের পতন অনিবার্য বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘জাতি এখন চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। রাষ্ট্রের শাসন বিভাগ, বিচার বিভাগ এবং আইন বিভাগ এক ব্যক্তির হাতে বন্দি হয়ে আছে। ফলে রাষ্ট্রীয় নৈরাজ্য অনিবার্য হয়ে উঠেছে।’

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রবিবার এ সব কথা বলেন তিনি।

ক্ষমতার মসনদে বসে প্রধানমন্ত্রী দাম্ভিক আচরণ করছেন উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, ‘সরকার জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আওয়ামী লীগ সরকারের চিরাচরিত নিষ্ঠুর ও অত্যাচারী চরিত্রই হচ্ছে গণহত্যা, গণগ্রেফতার, হামলা-মামলা ও নির্যাতন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অখণ্ড, একক ও একদলীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায় বলেই বিরোধী দল দমনে হিংস্র হয়ে উঠেছে। এ অবৈধ আওয়ামী লীগ সরকারের হাতে গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব কোনোদিনই সুরক্ষিত ছিল না।’

‘বাক ও মতপ্রকাশের স্বাধীনতাকে তারা ভয়পায়। এদের হাতে রাষ্ট্র কখনোই নিরাপদ নয়। এ অবৈধ সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ। তাদের নিষ্ঠুর ফ্যাসিবাদী আচরণের কারণে আজ তারা গণরোষে পতিত হয়েছে’ বলেন তিনি।

সালাহউদ্দিন বলেন, ‘আমরা সরকারের এ নিষ্ঠুর অত্যাচার নির্যাতন মোকাবিলা করে কঠিন পথ অতিক্রমের মধ্য দিয়ে গণমানুষের ন্যায়সঙ্গত আন্দোলনকে চূড়ান্ত বিজয়ে রূপ দিতে দৃঢ় সংকল্পবদ্ধ।’বিবৃতিতে সালাহউদ্দিন আরও বলেন, ‘অবৈধ সরকারের নিষ্ঠুর জুলুম-নির্যাতনের পরও বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের আহ্বানে চলমান শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন স্বতঃস্ফূর্তভাবে পালিত হওয়ায় জোট নেতা খালেদা জিয়ার পক্ষ থেকে দেশবাসী এবং জোটের সব পর্যায়ের নেতাকর্মীকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি।’

বিবৃতিতে তিনি রাজপথের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে তাদের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।একই সঙ্গে গ্রেফতার সব নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।

বিবৃতিতে তিনি জানান, শনিবার সন্ধ্যা থেকে রবিবার সন্ধ্যা পর্যন্ত জোটের একজন নিহত, আহত ৪০০ জনের বেশি, গুলিবিদ্ধ ৩০০ জনের বেশি, গ্রেফতার ২৫০ জনের বেশি ও মামলা দায়ের করা হয়েছে ২ হাজারের বেশি নেতাকর্মীর নামে।

(দ্য রিপোর্ট/এমএইচ/এনডিএস/ডিসেম্বর ০১,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর