thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১২ আগস্ট 25, ২৭ শ্রাবণ ১৪৩২,  ১৭ সফর 1447

‘সচেতন সিলেটবাসী’র পদযাত্রায় পুলিশের বাধা

২০১৩ ডিসেম্বর ০১ ১৯:২২:০০
‘সচেতন সিলেটবাসী’র পদযাত্রায় পুলিশের বাধা

সিলেট সংবাদদাতা : সমন্বিত ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে ‘সচেতন সিলেটবাসী’ নামের সংগঠন রবিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) অভিমুখে পদযাত্রা করে।

সকাল সাড়ে ১১টায় নগরীর মদীনা মার্কেট এলাকা থেকে শাবিপ্রবি অভিমুখে পদযাত্রা শুরু হয়। এটি শাবিপ্রবির ভিসির কার্যালয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু শাবির প্রধান ফটকের সামনে যাওয়া মাত্র পুলিশ তাতে বাধা দেয়। এরপর সচেতন সিলেটবাসী বেলা পৌনে ১টায় শাবি সংলগ্ন তপোবন এলাকায় সমাবেশ করে।

সমাবেশে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মসউদ খান। সংগঠনের আহবায়ক রেজাউল হাসান কয়েস লোদীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন ব্রিগেডিয়ার জেনারেল জুবায়ের সিদ্দিকী (অব.), কর্নেল আতাউর রহমান পীর (অব.) ও লে. কর্নেল সৈয়দ আলী আহমদ (অব.) প্রমুখ।

সমাবেশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি সমন্বিত ভর্তি পরীক্ষা বাতিল না হয় তাহলে ৫ ডিসেম্বর শাবিপ্রবির প্রধান ফটকের সামনে সর্বস্তরের মানুষকে নিয়ে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়।

এদিকে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকাল থেকেই শাবিপ্রবির প্রধান ফটকের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন দ্য রিপোর্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/এমজেসি/এমএআর/ডিসেম্বর ০১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর