thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

শেষ চারের তৃতীয় দল মুক্তিযোদ্ধা

২০১৩ ডিসেম্বর ০১ ১৯:৪৮:৪৭
শেষ চারের তৃতীয় দল মুক্তিযোদ্ধা

দ্য রিপোর্ট প্রতিবেদক :ওয়ালটন ফেডারেশন কাপের সেমিফাইনালে উঠেছে মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র। তৃতীয় কোয়ার্টার ফাইনালে নাইজেরিয়ান ফরোয়ার্ড এনকোচা কিংসলের জোড়া গোলে মুক্তিযোদ্ধা ২-০ ব্যবধানে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। এর আগে শেষ চারে খেলা নিশ্চিত করেছিল শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ও আবাহনী।

রবিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথমার্ধের খেলা ছিল গোলশূন্য। কোনো দলই পরিকল্পনামতো ফুটবল খেলতে পারেনি। দ্বিতীয়ার্ধে খেলার নিয়ন্ত্রণ নেয় মুক্তিযোদ্ধা।

প্রথমার্ধে মোটামুটি গোছাল ফুটবল খেললেও দ্বিতীয়ার্ধে এসে ব্রাদার্স তাদের সেই অবস্থান ধরে রাখতে পারেনি। ৬১ মিনিটে এনামুলের কর্নার থেকে ভেসে আসা বলে মাথা ছোঁয়ান মুক্তিযোদ্ধার বিপব। বল এসে পড়ে ফাঁকায় দাঁড়ানো এনকোচা কিংসলের কাছে। গোল করতে মোটেও ভুল করেননি মুক্তির এই নাইজেরিয়ান ফরোয়ার্ড।

৬৯ মিনিটে আবারও এনকোচার ম্যাজিক। বিপুলের ক্রস থেকে হেডে গোল করেন তিনি (২-০)। সোমবার শেষ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে টিম বিজেএমসি ও শেখ রাসেল ক্রীড়া চক্র।

(দ্য রিপোর্ট/এএস/সিজি/ডিসেম্বর ১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর