thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

গাংনীতে গৃহবধুকে হত্যার অভিযোগ

২০১৩ ডিসেম্বর ০১ ২০:০৩:৫৯
গাংনীতে গৃহবধুকে হত্যার অভিযোগ

মেহেরপুর সংবাদদাতা : জেলার গাংনী উপজেলার পলাশীপাড়ায় পারভীন আক্তার নামের এক গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

অভিযুক্ত শ্বশুর বাড়ির লোকজন এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে। এদিকে, লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য মেহেরপুর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

জানা যায়, রবিবার দুপুর ১টার দিকে গাংনী উপজেলার পলাশীপাড়ার ভোগল আলীর স্ত্রী পারভীন আক্তারকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে গাংনী থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পারভীনের বাবা করমদি গ্রামের খলিলুর রহমান অভিযোগ করে বলেন, তার মেয়েকে অনেকদিন ধরেই তার শ্বশুর বাড়ির লোকজন নির্যাতন করে আসছিল। এরই জের ধরে শনিবার রাতে বা কোনো এক সময় তাকে হত্যা করা হয়।

খবর পেয়ে গাংনী থানা পুলিশ লাশ উদ্ধার করে মেহেরপুর মর্গে পাঠায়।

এ ব্যাপারে গাংনী থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমআর/ডিসেম্বর ০১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর