thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

‘স্বৈরশাসকের অধীনে নির্বাচন হতে দেওয়া হবে না’

২০১৩ ডিসেম্বর ০১ ২০:৫৩:৫৭
‘স্বৈরশাসকের অধীনে নির্বাচন হতে দেওয়া হবে না’

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় পার্টির (জাফর-মসীহ) চেয়ারম্যান সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ বলেছেন, ‘নির্দলীয় নিরপেক্ষ তত্বাবাধয়ক সরকারের অধীন ছাড়া কোন স্বৈরশাসকের অধীনে এক তরফা নির্বাচন হতে দেয়া হবেনা। এই লক্ষ্যে স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিচ্ছি।’

জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতারা রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে রবিবার সন্ধ্যায় চিকিৎসাধীন কাজী জাফরকে দেখতে গেলে তিনি এ নির্দেশ দেন।

কাজী জাফর আহমদ বলেন, ‘চলমান আন্দোলন যত তীব্র হয়ে উঠছে সরকার তত হিংস্র ও বেসামাল হয়ে পড়েছে। গত শুক্রবার নভেম্বর ভোর রাতে বিএনপির অফিসে মই দিয়ে দোতালায় উঠে তালা ভেঙ্গে অফিস ভাংচুর ও নিরীহ কর্মচারীদের মারধর করে রুহুল কবীর রিজভী ও বেলাল আহমদকে যে ন্যাক্কারজনকভাবে গ্রেফতার করা হয়েছে তার নিন্দা ও প্রতিবাদ করার ভাষা আমাদের জানা নেই।’

এ সময় হাসপাতালে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব গোলাম মসীহ, প্রেসিডিয়াম সদস্য আনোয়ারা বেগম, ব্রিগেডিয়ার (অব.) হাসান মাহমুদ, নবাব আলী আব্বাস প্রমুখ।

(দ্য রিপোর্ট/সাআ/এমসি/ডিসেম্বর ০১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর