thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

ক্রিকেট নিয়ে আকরামের ভাবনা

২০১৩ ডিসেম্বর ০১ ২১:০৮:১৮
ক্রিকেট নিয়ে আকরামের ভাবনা

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে শুধু ক্রিকেট অপারেশন্সই নয়, গেম ডেভলপমেন্ট ও টুর্নামেন্ট কমিটিকেও একত্রে কাজ করার আহবান জানিয়েছেন আকরাম খান।

তিনি বলেছেন, ‘এখন পরিকল্পনা গুলো বাস্তবায়ন করতে হবে। কিন্তু একার পক্ষে তো এটা সম্ভব নয়। ক্রিকেট অপারেশন্স, গেম ডেভলপমেন্ট ও টুর্নামেন্ট কমিটি এই ৩ বিভাগকে একত্রে কাজ করতে হবে। ৩ বিভাগ একত্রে কাজ করতে পারলে যে সমস্যগুলো আসার সম্ভাবনা রয়েছে তা ঠিক করা সম্ভব হবে।’ বিসিবির নতুন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান রবিবার এ কথাগুলো বলেছেন।

এফটিপিতে বাংলাদেশের টেস্ট ম্যাচ অনেক কম; তা বাড়ানোর দিকে জোড় দিতে চান আকরাম। বলেছেন, ‘আমাদের কিছু বিষয় সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। বিশেষ করে প্রধান নিবার্হী কর্মকর্তার এ সব বিষয়গুলো সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। এফটিপি তালিকা প্রকাশের আগে একটা রিপোর্ট পাঠায়। তখন ম্যাচ বাড়ানোর সুযোগ থাকে। এতদিন আমরা যেগুলো করতে পারিনি। যেমন দক্ষিণ আফ্রিকা ৬০-৭০টার মতো ম্যাচ পেয়েছিল; কিন্তু তারা তা বাড়িয়ে ৮৬টা করেছে। আমরা এবার কম ম্যাচ পেলেও যেন তা বাড়াতে পারি তার চেষ্টা করব।’

সিনিয়র বোর্ড সদস্যদের সহযোগিতা কামনা করে আকরাম বলেছেন, ‘সিনিয়র যারা আছেন মাহবুব ভাই, সিরাজ ভাই সবার সঙ্গে আলাপ করছি কিভাবে কি করা যায়। তাদের সাহায্য আমার প্রয়োজন আছে।’

পছন্দমত ক্রিকেট অপারেশন্স কমিটির দায়িত্ব পাওয়া আকরাম নিজের লক্ষ্য সম্পর্কে জানিয়েছেন, ‘বাংলাদেশে দলের ভালো পারফরম্যান্স দেখার জন্য যা যা করা দরকার সবকিছুই করব। ক্রিকেটারদের সমস্যা দেখতে হবে। বেশি ম্যাচ উপর গুরুত্ব দিতে হবে। এরমধ্যে আবার বাইরের কোনো দল সফর করলে একই সময়ে যেন অন্য খেলা হয় সেগুলো খেয়াল করতে হবে। বিদেশ সফরে যাওয়া যেমন গুরুত্বপূর্ণ, দেশের অন্য দলগুলো দেশে আনাটাও তেমনি গুরুত্বপূর্ণ। তবে আমি শুধু টেস্ট বা ওয়ানডে ম্যাচ বাড়ানোর চেষ্টা করব না। বয়সভিত্তিক দল যেমন ‘এ’ দল, অনূর্ধ্ব-১৯ দলগুলোকে যেন আরও বেশি করে ম্যাচ খেলানো যায় সেদিকে নজর দেব। এর আগে আমরা একটা সিরিজ শেষে খেলোয়াড়দের মূল্যায়ন করতাম। এখন থেকে আগে ও পরে দুই সময়েই তাকে নিয়ে আলোচনা হবে।’

২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডে সফর নেই বাংলাদেশের। তবে ‘এ’ দলকে পাঠানো যায় কিনা; তা নিয়ে ভাবনা রয়েছে আকরামের।

(দ্য রিপোর্ট/এএস/সিজি/ডিসেম্বর ১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর