thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

ফেস্টুন অপসারণে পুলিশের অভিযান

২০১৩ ডিসেম্বর ০১ ২১:৩৯:৪৫
ফেস্টুন অপসারণে পুলিশের অভিযান

বাগেরহাট সংবাদদাতা : অবশেষে রাজনৈতিক প্রচারণামূলক ফেস্টুন, ব্যানার অপসারণে বাগেরহাটে পুলিশ অভিযান শুরু করেছে। রবিবার বিকেলে জেলার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লিয়াকাত আলীর নেতৃত্বে এ অভিযান শুরু হয়।

এর আগে ব্যানার, ফেস্টুন নামানোর জন্য রাজনৈতিক নেতাদের নির্দেশনা দেওয়া হলেও তারা তা মানেননি।

ওসি মো. লিয়াকাত আলী জানান, শনিবার নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে এ মর্মে চিঠি আসে। চিঠি পাওয়ার তিন দিনের মধ্যে রাজনৈতিক প্রচারণামূলক ফেস্টুন, ব্যানার অপসারণের জন্য বলা হয়েছে। তাই গাছে কিংবা বিভিন্ন স্থানে টানানো ফেস্টুন, ব্যানার অপসারণ করা হচ্ছে।

তিনি আরো জানান, রাজনৈতিক ব্যানার, ফেস্টুন ছাড়া অন্য কোন ব্যানার বা ফেস্টুন অপসারণ করা হচ্ছে না।

জেলার পুলিশ সুপার নিজামুল হক মোল্যা জানান, ফেস্টুন, ব্যানার অপসারণের জন্য রাজনৈতিক নেতাদের সময় দেওয়া হয়েছিল। কিন্তু তারা অপসারণ করেননি। তাই পুলিশ উদ্যোগ নিয়েছে। শুধু বাগেরহাট সদরে নয়, জেলার নয় উপজেলায়ই অপসারণের অভিযান চলছে।

(দ্য রিপোর্ট/এএস/এমএআর/ডিসেম্বর ০১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর