thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

বি.চৌধুরী-আসম রব-কাদের সিদ্দিকী বৈঠক

২০১৩ ডিসেম্বর ০১ ২২:২৮:০০
বি.চৌধুরী-আসম রব-কাদের সিদ্দিকী বৈঠক

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বারিধারার বাসভবনে বৈঠক করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

রবিবার সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত এ বৈঠক চলে বলে জানিয়েছেন জেএসডি সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন।

বৈঠক শেষে আব্দুল মালেক রতন দিরিপোর্টকে জানান, ‘চলমান রাজনৈতিক পরিস্থিতি ও দুই জোটের বিকল্প জোট গড়ার বিষয়ে আমরা আলোচনা করেছি। নতুন জোটের ঘোষণা ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি নিয়ে অচিরেই আমরা রাজপথে নামবো।’

বৈঠকে আরো উপস্থিত ছিলেন বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) মান্নান, যুগ্ম-মহাসচিব মাহী বি চৌধুরী ।

(দ্য রিপোর্ট/এসএ/এমডি/ ডিসেম্বর ০১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর