thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

ফেনীতে সংঘর্ষ, ৩০টি ককটেল বিস্ফোরণ

২০১৩ ডিসেম্বর ০১ ২২:৪৭:৪৫
ফেনীতে সংঘর্ষ, ৩০টি ককটেল বিস্ফোরণ

ফেনী সংবাদদাতা : জেলায় পুলিশ ও বিজিবির সঙ্গে অবরোধকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় অবরোধকারীরা শহরের একাধিক স্থানে ৩০টি ককটেল বিস্ফোরণ ঘটায়। তারা এসএসকে রোডে দুটি রিক্সা পুড়িয়ে দেয়। ককটেল বিস্ফোরণে পুরো শহরে আতংক ছড়িয়ে পড়ে।

রবিবার বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। শহরে বিজিবি টহল দিচ্ছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, অবরোধকারী শিবিরকর্মীরা শহরের এসএসকে সড়কের পাঠানবাড়ী রাস্তার মাথা থেকে একটি মিছিল নিয়ে ফেনীর মহিপাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করার চেষ্টা করে। এ সময় পুলিশ বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করলে পুলিশের সঙ্গে বিজিবি এসে যোগ দেয়। অবরোধকারীরা এ সময় ছত্রভঙ্গ হয়ে শহরের বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে দফায় দফায় সংঘর্ষ চালিয়ে যায়।

শহরের এসএসকে সড়ক, মহিপাল, ট্রাংক রোড ও বড় মসজিদ এলাকায় পুলিশ ও অবরোধকারীদের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলতে থাকে।

রাত ৯টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় আহতদের সংখ্যা জানা যায়নি।

পুলিশ ও বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে শতাধিক রাউন্ড শর্টগানের গুলি ও কাঁদানে গ্যাসশেল নিক্ষেপ করে।

ফেনী মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে পুলিশ, র‌্যাব ও বিজিবির টহল বাড়ানো হয়েছে।

(দ্য রিপোর্ট/আরএইচআর/এমএআর/ডিসেম্বর ০১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর