thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

পিএসসি চুক্তিতে অনাগ্রহ কনকো-ফিলিপসের

২০১৩ ডিসেম্বর ০১ ২৩:০৪:১৮
পিএসসি চুক্তিতে অনাগ্রহ কনকো-ফিলিপসের

দ্য রিপোর্ট প্রতিবেদক : সাগরের একটি ব্লকে সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে অনাগ্রহ প্রকাশ করেছে মার্কিন বহুজাতিক তেল-গ্যাস প্রতিষ্ঠান কনকো-ফিলিপস। চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে তারা এ অনাগ্রহ প্রকাশ করেছে। ফলে প্রতিষ্ঠানটির সঙ্গে আগে থেকে নির্ধারিত সোমবারের চুক্তিটি স্বাক্ষর করা হচ্ছে না।

সোমবার বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান উত্তোলনের জন্য বঙ্গোপসাগরের ৭ নম্বর ব্লকের উৎপাদন বন্টন চুক্তি (পিএসসি) স্বাক্ষর হবার কথা ছিলো। একাধিক সূত্রে এই তথ্য জানা গেছে।

একইসঙ্গে ৪ এবং ৯ নম্বর ব্লকের জন্য কার্যাদেশ পাওয়া ভারতীয় কোম্পানি ইজারাপ্রাপ্ত এবং অয়েল এ্যান্ড ন্যাচারাল গ্যাস করপোরেশনের (ওএনজিসি) সঙ্গেও চুক্তি শিগগিরই স্বাক্ষর হওয়ার সম্ভাবনা নেই বলে সূত্র জানিয়েছে। চুক্তি স্বাক্ষর না হওয়ায় আগামি বছরের শুরুতে অগভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানের যে পরিকল্পনা পেট্টোবাংলা করেছিলো তা পিছিয়ে গেলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, চলতি বছরের জুলাই মাসে মাঝামাঝি সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অগভীর সাগরের তিন ব্লকে অনুসন্ধানের জন্য এই দুই কোম্পানির দরপ্রস্তাব অনুমোদন করে।

কনকো-ফিলিপস তাদের প্রস্তাবে জানায়, প্রতিষ্ঠানটি ৭ নম্বর ব্লকের দুই হাজার ৩৫০ বর্গকিলোমিটার এলাকায় দ্বিমাত্রিক জরিপ (টু-ডি সাইসমিক সার্ভে) জরিপ পরিচালনা করবে। এরপর দ্বিতীয় পর্যায়ে ৫০০ কিলোমিটার এলাকায় চালানো হবে ত্রিমাত্রিক ভূকম্পণ (থ্রি-ডি) জরিপ। এছাড়া একটি অনুসন্ধান কূপ খনন করা হবে। এসব কাজে প্রতিষ্ঠানটি চার কোটি ডলার ব্যয় করবে।

জানা গেছে, কনকো-ফিলিপস ১০ ও ১১ নম্বর ব্লকের দুই হাজার ২০০ লাইন কিলোমিটার টু-ডি জরিপ পরিচালনা করলেও জরিপের ফলাফল আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। এ চুক্তিটি হয় গত বছরের জুনে।

গভীর ও অগভীর মিলিয়ে ১২টি ব্লক ইজারা দেওয়ার জন্য গত বছরের ডিসেম্বরে দরপত্র আহ্বান করে পেট্রোবাংলা। এরমধ্যে ৯টি অগভীর ও তিনটি গভীর সাগরে। প্রথম দফায় অগভীর সমুদ্রের তিন ব্লকের জন্য ওএনজিসি ও কনকোর প্রস্তাব পায়। সম্প্রতি ১১ নম্বর ব্লকের জন্য সান্তোস ও ক্রিস এনার্জি যৌথভাবে দরপত্র জমা দিয়েছে। আর গভীর সমুদ্রের তিন ব্লকের জন্য ইজারাদার প্রতিষ্ঠানের পক্ষে সুযোগ সুবিধা বাড়িয়ে আবারো দরপত্র ডাকা হয়েছে।

(দ্য রিপোর্ট/ওএস/এমসি/এমডি/ডিসেম্বর ০১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর