thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

যশোর শিক্ষা বোর্ড কলেজের ৪ ছাত্র আহত

২০১৩ ডিসেম্বর ০১ ২৩:৫৭:১৫
যশোর শিক্ষা বোর্ড কলেজের ৪ ছাত্র আহত

যশোর সংবাদদাতা : যশোর শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের চার আবাসিক ছাত্রকে রবিবার সন্ধ্যা ৭টার দিকে বহিরাগত দুর্বৃত্তরা কুপিয়ে জখম করেছে। আহত চার ছাত্রকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দু’ছাত্রের অবস্থা গুরুতর।

আহতরা হলেন- শোভন, আকাশ, ফয়সাল ও শুভ। তারা ওই কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণীর দ্বিতীয় বর্ষের ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে নোয়াপাড়া এলাকার অজ্ঞাতনামা সাত-আটজন দুর্বৃত্ত হামলা করে ওই চার ছাত্রকে আহত করে। আহত ছাত্ররা যশোর শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের আবাসিক ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, ওই কলেজের প্রথম বর্ষের ছাত্রদের সঙ্গে দ্বিতীয় বর্ষের ছাত্রদের বচসাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

যশোর উপশহর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বর হাসান কবীর তাজু এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/আইজেকে/ডিসেম্বর ০১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর