thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

কুমিল্লায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

২০১৩ ডিসেম্বর ০২ ০০:৫৬:০২
কুমিল্লায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

কুমিল্লা সংবাদদাতা : দাউদকান্দিতে রবিবার রাত ৯টার দিকে জাহাঙ্গীর সরকার (৩৫) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা সজীব (২৩) নামে এক ব্যক্তিকে আটক করে গণধোলাই দেয়। পরে সজীবকে পুলিশে সোপর্দ করা হয়।

জাহাঙ্গীর সরকার উপজেলার গৌরীপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড যুবদলের সাধারণ। তিনি হাটচান্দিনা গ্রামের ফজর আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, যুবদল নেতা জাহাঙ্গীর সরকার মোটর সাইকেলযোগে রাত ৯টার দিকে মাহফিলে যাওয়ার পথে এ হামলার শিকার হন। এ সময় গৌরীপর এলাকায় হাটচান্দিনা গ্রামের আক্তারুজ্জামান হারুনের ছেলে সজীব ও একই গ্রামের আবু তাহেরের ছেলে শাওন তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। জাহাঙ্গীরের আর্তচিৎকারে স্থানীয়রা সজীব ও শাওনকে আটক করে গণধোলাই দেওয়ার সময় শাওন কৌশলে পালিয়ে যায়। পরে জাহাঙ্গীর সরকারকে উদ্ধার করে গৌরীপুর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই মানিক সরকার দ্য রিপোর্টকে জানান, স্থানীয় আওয়ামী লীগ সন্ত্রাসী সজীব ও শাওন আমার ভাই জাহাঙ্গীরকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করেছে।

এ বিষয়ে গৌরিপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আসাদুজ্জামান দ্য রিপোর্টকে বলেন, ‘গৌরীপুরে একটি মাহফিলে বসাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত। এ ঘটনার এক পর্যায়ে জাহাঙ্গীর সরকারকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্থানীয়রা সজীব নামে একজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। সজীবকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

আসাদুজ্জামান আরও জানান, সোমবার সকালে জাহাঙ্গীর সরকারের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত সাড়ে ১২টা) থানায় কোনো মামলা হয়নি।

(দ্য রিপোর্ট/আইজেকে/ডিসেম্বর ০২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর