thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

ম্যানসিটির জয়, ম্যানইউর ড্র

২০১৩ ডিসেম্বর ০২ ০৩:০৬:৩৮
ম্যানসিটির জয়, ম্যানইউর ড্র

দ্য রিপোর্ট ডেস্ক : চলতি মৌসুমে আহামরি পারফর্ম করতে পারেনি নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। পয়েন্টের হিসেবে ম্যানইউর চেয়ে সুবিধাজনক স্থানে রয়েছে ম্যানসিটি। সোমবার ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি ৩-০ গোলে সোয়ানসি সিটিকে হারালেও ম্যানইউ ২-২ ব্যবধানে পয়েন্ট ভাগাভাগি করেছে টটেনহ্যাম হটস্পারের সঙ্গে।

ইতিহাদ স্টেডিয়ামে বল দখলের লড়াইয়ে ম্যানসিটির চেয়ে এগিয়ে ছিল সোয়ানসি সিটি। সফরকারীরা বলের নিয়ন্ত্রণ রাখতে পারলেও জালের ঠিকানা খুঁজে পায়নি। খেলার ৮ মিনিটে গোল করে ম্যানসিটি। জালে বল জড়ান নেগ্রেদো।

বিরতির পর গোল শোধে মরিয়া ওঠে সোয়ানসি। তাতে কোনো লাভ হয়নি। ৫৮ মিনিটে আবারও এগিয়ে যায় ম্যানসিটি। ইয়াইয়া তোরের পাস থেকে নিশানাভেদ করেন সমির নাসরি। রেফারির শেষ বাঁশি বাজার আগে ৭৭ মিনিটে দ্বিতীয় গোল করেন নাসরি। বাকি সময় গুটিয়ে কয়েক আক্রমণ হলেও ব্যবধানে হেরফের হয়নি।

এদিকে ম্যানসিটি হাসলেও পয়েন্ট খুইয়েছে নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড। তারা ২-২ গোলে ড্র করেছে টটেনহ্যামের সঙ্গে। ম্যানইউর পক্ষে জোড়া গোল করেন ওয়েন রুনি।

এ ছাড়া জয় পেয়েছে চেলসি ও হাল সিটি। চেলসি ৩-১ গোলে সাউদাম্পটনকে এবং হাল সিটি একই ব্যবধানে হারিয়েছে লিভারপুলকে। ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। ৬ পয়েন্ট কম নিয়ে তাদের পরই রয়েছে ম্যানসিটি। ২৪ পয়েন্ট কম নিয়ে চেলসি তৃতীয় আর ম্যানচেস্টার ইউনাইটেড রয়েছে অষ্টম স্থানে (২২ পয়েন্ট)।

(দ্য রিপোর্ট/সিজি/আইজেকে/নভেম্বর ০২, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর