thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১২ আগস্ট 25, ২৭ শ্রাবণ ১৪৩২,  ১৭ সফর 1447

নির্বাচনে অংশ নিলে শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকাণ্ডে অংশগ্রহণ নয়

২০১৩ ডিসেম্বর ০২ ০৪:২১:৪৮
নির্বাচনে অংশ নিলে শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকাণ্ডে অংশগ্রহণ নয়

দ্য রিপোর্ট প্রতিবেদক : শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি বা সদস্যরা আগামী জাতীয় নির্বাচনে অংশ নিলে নির্বাচন পূর্ব সময়ে তারা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন না।

মহামান্য রাস্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয় রবিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন শিক্ষা সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী।

প্রজ্ঞাপনে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি বা সদস্যরা আগামী জাতীয় নির্বাচনে অংশ নিলে তাদের স্থলে মহানগর এলাকার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় কমিশনার, জেলা সদরের ক্ষেত্রে জেলা প্রশাসক, উপজেলা পর্যায়ে সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী অফিসাররা সার্বিক কর্মকাণ্ড তদারকি করবেন। পাশাপাশি তারা শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতাদির বিলেও স্বাক্ষর বা প্রতিস্বাক্ষর করবেন।

জনস্বার্থে বিষয়টি অবিলম্বে কার্যকরের কথাও বলা হয় শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এ প্রজ্ঞাপনে।

২৪ নভেম্বর নির্বাচন কমিশনের জারিকৃত এসআরও নং -৩৫৯-আইন/২০১৩-এর সংশোধিত প্রজ্ঞাপনের ১৪(৪) অনুচ্ছেদ অনুযায়ী এ প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ও এ সক্রান্ত একটা নির্দেশনা জারি করে।

(দ্য রিপোর্ট/এসআর//ডিসেম্বর ০২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর