thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৩ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

বিচারের মুখোমুখি হচ্ছে ম্যান্ডলা ম্যান্ডেলা

২০১৩ ডিসেম্বর ০২ ০৫:০৭:১২
বিচারের মুখোমুখি হচ্ছে ম্যান্ডলা ম্যান্ডেলা

দ্য রিপোর্ট ডেস্ক: দক্ষিণ আফ্রিকার একটি আদালত নেলসন ম্যান্ডেলার এক নাতির বিরুদ্ধে হামলা ও ভয় প্রদর্শনের অভিযোগে বিচার শুরু করতে যাচ্ছে। রবিবার দেশটির সরকারি এক আইনজীবী জানিয়েছেন, এক ব্যক্তির উপর হামলা এবং অস্ত্র দিয়ে ভয় প্রদর্শনের অভিযোগে ম্যান্ডলা ম্যান্ডেলাকে বিচারের মুখোমুখি করা হবে। খবর রয়টার্সের।

ন্যাশনাল প্রসিকিউটিং অথরিটি’র (এনপিএ) একজন মুখপাত্র জানিয়েছেন, ম্যান্ডলা ম্যান্ডেলাকে আগামী শুক্রবার আদালতে হাজির হতে বলা হয়েছে। তিনি বলেন, এনপিএ ম্যান্ডলার বিচার করার সিদ্ধান্ত নিয়েছে এবং এ জন্য সমনও জারি করা হয়েছে।

দক্ষিণ আফ্রিকা সানডে টাইমস পত্রিকা জানিয়েছে, ম্যান্ডলা বাড়িতে আসা অতিথির গাড়ির সঙ্গে এক শিক্ষকের গাড়ির সংঘর্ষ হয়েছিল। এতে ক্ষিপ্ত হয়ে ম্যান্ডলা ওই শিক্ষকের ওপর বন্দুক নিয়ে চড়াও হন।

তবে ওই ঘটনার পর ম্যান্ডলার একজন মুখপাত্র জানিয়েছিলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। বরং এ ধরনের অভিযোগ ‘অতিরঞ্জিত’।

ম্যান্ডলা ম্যান্ডেলা হচ্ছেন দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার নাতি। তবে ম্যান্ডলা বিভিন্ন ধরনের ‘কীর্তি’র কারণে বেশ কয়েকবার খবরের শিরোনাম হয়েছেন।

(দ্য রিপোর্ট/আদসি/ডিসেম্বর ০২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর