thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

পাবনায় দুই ব্যাংক কর্মচারীর মৃতদেহ উদ্ধার

২০১৩ ডিসেম্বর ০২ ০৯:২৫:৩১
পাবনায় দুই ব্যাংক কর্মচারীর মৃতদেহ উদ্ধার

পাবনা সংবাদদাতা : পাবনার ঈশ্বরদীতে সুগার মিল সংলগ্ন আখক্ষেত থেকে পূবালী ব্যাংকের দুই কর্মচারীর হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ৯টার তাদের মৃতদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন পূবালী ব্যাংক মালিগাছা শাখার জুনিয়র ক্যাশিয়ার আবুল কালাম আজাদ (৩২) ও একই শাখার পিয়ন আমির আলী (২৫)।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাস জানান, স্থানীয়রা সকালে মাঠে কাজ করতে যাওয়ার সময় সুগার মিল সংলগ্ন মাঠের একটি আখক্ষেতে পাশাপাশি দুই যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পুলিশ গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে। পরে তাদের প্যান্টের পকেটে থাকা একটি বিদ্যুৎ বিলের কাগজের সূত্র ধরে তাদের পরিচয় জানা যায়।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রবিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাদের মোটরসাইকেল ছিনতাই করে হাত-পা বেঁধে হত্যা করার পর আখক্ষেতের মধ্যে ফেলে রেখে গেছে।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

(দ্য রিপোর্ট/এসআর/এএস/ডিসেম্বর ০২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর