thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

হেরেও শীর্ষে বার্সা

২০১৩ ডিসেম্বর ০২ ০৯:৫৬:০৬
হেরেও শীর্ষে বার্সা

দ্য রিপোর্ট ডেস্ক : টানা দ্বিতীয়বারের মতো হারের স্বাদ নিয়েছে বার্সেলোনা। স্পেনের লা লিগায় লিওনেল মেসিবিহীন বার্সাকে ১-০ গোলে হারিয়েছে অ্যাথলেটিকো বিলবাও।

দিনকয়েক আগে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নেদারল্যান্ডসের ক্লাব আয়াক্সের কাছে ২-১ গোলে হারের রেশ কাট না কাটতেই আবারও পরাজয়ের তিক্ত স্বাদ নিয়েছে কাতালানরা। এবার লিগ ম্যাচে হেরেছে তারা। গত মার্চের পর এটাই স্প্যানিশ লিগে বার্সার প্রথম হার।

ইনজুরির জন্য জানুয়ারি পর‌্যন্ত খেলতে পারবেন না মেসি। তাই আর্জেন্টাইন অধিনায়ককে ছাড়াই গেম প্ল্যান সাজাতে হচ্ছে কোচ গেরার্দো মার্তিনোকে। বিলবাওয়ের বিপক্ষে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের সঙ্গে আক্রমণভাগে ছিলেন চিলির আলেক্সিস সানচেজ ও স্পেনের সেস ফ্যাব্রিগাস।

দুর্দান্ত বিলবাওয়ের রক্ষণদুর্গ ভাঙতে পারেননি নেইমাররা। যদিও শুরু থেকেই স্বাগতিকদের ওপর চড়াও হয়েছিল বার্সা। ১২ মিনিটে নেইমারের শট গেছে ক্রসবারের ওপর দিয়ে। ২৯ মিনিটে সুযোগ পেয়েছিল বিলবাও। তবে মুনিআইনের শট দারুণভাবে রুখে দেন বার্সার গোলরক্ষক।

প্রথমার্ধে আক্রমণ-পাল্টাআক্রমণ হলেও গোলের দেখা পায়নি কেউ। বিরতির পর নেইমারকে পেছন থেকে ধাক্কা দেন প্রতিপক্ষের খেলোয়াড়। সঙ্গে সঙ্গে ফ্রি কিক দেন রেফারি। নেইমার শট নিলেও সাফল্য আসেনি।

৭০ মিনিটে বার্সার জাল কাঁপায় বিলবাও। পাল্টা আক্রমণ থেকে গোল করেন ইকার মুনিআইন। বাকি সময় সমতায় ফেরার মতো পারফর্ম করতে পারেনি বার্সা। উল্টো, ৭৪ মিনিটে দ্বিতীয় গোল হজমের হাত থেকে বেঁচে গেছে তারা। গাইসকা তকুয়েরোর হেড শরীর দিয়ে রুখে দিয়েছেন বার্সার গোলরক্ষক পিন্তো।

হেরেও ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বার্সা। সমান পয়েন্টের পরও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দ্বিতীয় অ্যাথলেটিকো মাদ্রিদ আর ৩৭ পয়েন্ট নিয়ে তৃতীয় রিয়াল মাদ্রিদ।

(দ্য রিপোর্ট/সিজি/ডিসেম্বর ০২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর