thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

বন্ধ হলো ভারত-বাংলাদেশ বিশেষ পাসপোর্ট

২০১৩ ডিসেম্বর ০২ ১০:১৫:১৮
বন্ধ হলো ভারত-বাংলাদেশ বিশেষ পাসপোর্ট

দ্য রিপোর্ট ডেস্ক : দীর্ঘ ৪১ বছর পর ভারত-বাংলাদেশ বিশেষ পাসপোর্ট ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশের পর রবিবার থেকে এ বিশেষ পাসপোর্ট ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়।

তবে যাদের পাসপোর্ট দেওয়া হয়েছে, মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তারা ওই পাসপোর্ট ব্যবহার করতে পারবেন। পাসপোর্টের জন্য নতুন আর কোনো আবেদন নেওয়া হবে না।

ওই বিশেষ পাসপোর্টের আওতায় পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য সরকার স্থানীয়ভাবে বাংলাদেশে ভ্রমণের জন্য পাসপোর্ট ইস্যু করতে পারতো। ১৯৭১ সালে স্বাধীনতা লাভের পরপরই চালু হয়েছিল এই বিশেষ পাসপোর্ট।

এখন থেকে ভারত থেকে বাংলাদেশ সফরে যেতে সাধারণ পাসপোর্টই ব্যবহার করতে হবে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

(দ্য রিপোর্ট/কেএন/জেএম/ডিসেম্বর ০২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর