thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

মিরপুর থেকে ককটেল ‍উদ্ধার, আটক ৩

২০১৩ ডিসেম্বর ০২ ১০:৫০:৪০
মিরপুর থেকে ককটেল ‍উদ্ধার, আটক ৩

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মিরপুরের কয়েকটি স্থান থেকে ৫টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। এসময় মিরপুর-১ থেকে ককটেলসহ তিনজনকে আটক করা হয়।

সোমবার সকাল ৯টায় ওই তিনজনকে আটক করা হয়। তবে আটক তিনজনের পরিচয় জানা যায়নি।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন আহমেদ আটকের খবর নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৮টার দিকে মিরপুর-১ এর সনি সিনেমা হলের সামনে জড়ো হয় অবরোধকারীরা। এ সময় একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। তারপর পুলিশ অভিযান চালিয়ে মিরপুর-১ থেকে ২টা ককটেলসহ তিনজনকে আটক করে।

এছাড়া দারুসসালাম এলাকার ক্যাপিটাল মার্কেট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি ককটেল এবং শাহ আলী মার্কেট এলাকা থেকে ১টি উদ্ধার করে পুলিশ।

মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার সাখাওয়াত হোসেন ককটেল উদ্ধার ও আটকের ঘটনা নিশ্চিত করেন।

(দ্য রিপোর্ট/ডি/জেএম/ডিসেম্বর ০২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর