thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

নাটোরে চলছে সকাল-সন্ধ্যা হরতাল

২০১৩ ডিসেম্বর ০২ ১১:১৬:৫৫
নাটোরে চলছে সকাল-সন্ধ্যা হরতাল

নাটোর সংবাদদাতা : নাটোরে বিএনপির ডাকা সোমবারের সকাল-সন্ধ্যা হরতাল চলছে। জেলার বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে, গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে হরতাল সমর্থকরা। কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন।

সকাল থেকেই শহরের তেবাড়িয়া বাইপাস, স্টেশন বাজার, হাফরাস্তা, কানাইখালীসহ বিভিন্ন এলাকায় সড়ক-মহাসড়কে অবরোধ সৃষ্টি করা হয়। এ ছাড়াও শহরের তেবাড়িয়া এলাকা থেকে দলের নেতাকর্মীরা কাফনের কাপড় পরে একটি বিক্ষোভ মিছিল বের করে। পরে তারা মিছিলটি নিয়ে নাটোর-রাজশাহী মহাসড়কে তেবাড়িয়া হাট এলাকায় গিয়ে মহাসড়কে শুয়ে অবরোধ সৃষ্টি করে।

এ ছাড়াও হরতাল সফল করার জন্য বিএনপি নেতাকর্মীরা শহরের আবাসিক এলাকায় মোটরসাইকেল বহর নিয়ে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্কের সৃষ্টি করে।

(দ্য রিপোর্ট/এনএইচ/এএস/ডিসেম্বর ০২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর