thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

নির্বাচন ১৫ ফেব্রুয়ারির মতো হবে না : মেনন

২০১৩ ডিসেম্বর ০২ ১১:১৫:২৯
নির্বাচন ১৫ ফেব্রুয়ারির মতো হবে না : মেনন

দ্য রিপোর্ট প্রতিবেদক : দশম জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সোমবার আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, তরিকত ফেডারেশন ও স্বতন্ত্র প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিচ্ছেন।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, বিরোধী দল থাকলে মনোনয়নপত্র জমাদানের পরিবেশ আরো উৎসবমুখর হতো। তবে এখন তাদের অনুপস্থিতেও উৎসবের কমতি নেই।

তিনি বলেন, জনগণ আতঙ্ক কাটিয়ে নির্বাচনে অংশ নিবে। এটা ১৫ ফেব্রুয়ারি মতো নির্বাচন হবে না। ইতোমধ্যে বিরোধী দলের নির্বাচন প্রতিহত করার ঘোষণার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে জনগণ।

রাজধানীর সেগুনবাগিচার ঢাকা আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে দুপুর দেঢ়টার দিকে মনোনয়নপত্র জমা দেওয়ার পর এক প্রতিক্রিয়ার সাংবাদিকদের একথা বলেন তিনি।ঢাকা-৮ আসনে ওয়ার্কার্স পার্টির প্রার্থী হিসেবে এই মনোনয়নপত্র জমা দেন তিনি।

এ ছাড়া মনোনয়নপত্র জমা দিয়েছেন ঢাকা-৪ আসনে আওয়ামী লীগ প্রার্থী সানজিদা খানম, ঢাকা-৫ আসনে তরিকত ফেডারেশনের প্রার্থী আরজু সাহা সায়দাবাদী, জাসদ প্রার্থী শহিদুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী মো. মনির হোসেন কমল, ঢাকা-৬ আসনে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান সংসদ সদস্য মিজানুর রহমান খান দিপু ও জাতীয় পার্টির প্রার্থী কাজী ফিরোজ রশিদ, ঢাকা-৮ আসনে জাতীয় পার্টির প্রার্থী জহুরুল আলম রুবেল ও স্বতন্ত্র প্রার্থী ইসমাইল মাহমুদ, ঢাকা-১১ আসনে আওয়ামী লীগ প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য একেএম রহমতুল্লাহ ও জাতীয় পার্টির প্রার্থী মো. হারুন উর রশিদ, ঢাকা-১২ আসনে আওয়ামী লীগ প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আসাদুজ্জামান খান, ঢাকা-১৩ আসনে জাসদ প্রার্থী মো. নাদের চৌধুরী, ঢাকা- ১৪ আসনে জাসদ প্রার্থী শিরিন আক্তার, ঢাকা- ১৫ আসনে আওয়ামী লীগ প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার, ঢাকা-১৬ আসনে জাতীয় পার্টির প্রার্থী সুলতান আহমেদ সেলিম ও ঢাকা-১৭ আসনে স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ মল্লিক ও ঢাকা-১৯ আসনে আওয়ামী লীগ প্রার্থী ও এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. মো. এনামুর রহমান।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর এক প্রতিক্রিয়ায় জাতীয় পার্টির প্রার্থী জহুরুল আলম রুবেল বলেন, দুই নেত্রীকে আর কেউ ক্ষমতায় দেখতে চায় না। সব দল নির্বাচনে না আসলে জাতীয় পার্টি মনোনয়নপত্র প্রত্যাহার করবে বলে জানান তিনি।

এর আগে সকাল সাড়ে ১০টায় মনোনয়নপত্র জমা দেন ঢাকা-৭ আসনে আওয়ামী লীগ প্রার্থী মোস্তফা জালাল মহিউদ্দীন।

নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে জানা যায়, এর আগে রবিবার ঢাকা-১৪ আসনের আওয়ামী লীগ প্রার্থী আসলামুল হক আসলাম মনোনয়নপত্র জমা দেন।

উল্লেখ্য, আগামী পাঁচ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট ঘোষিত নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করে দ্বিতীয় দফায় ৭২ ঘণ্টা অবরোধের ডাক দেয়। সোমবার অবরোধ আরো ৫৯ ঘণ্টা বাড়ানো হয়েছে।

(দ্যা রিপোর্ট/আরএইচ/এসবি/ডিসেম্বর ০২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর