thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

মতিয়া চৌধুরীর মনোনয়ন পত্র দাখিল

২০১৩ ডিসেম্বর ০২ ১১:২০:৩০
মতিয়া চৌধুরীর মনোনয়ন পত্র দাখিল

শেরপুর সংবাদদাতা : শেরপুর-২ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কৃষি, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী রবিবার বিকেলে নালিতাবাড়ী উপজেলা নিবার্হী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র দাখিল করেছেন। এর আগে তিনি নকলাতেও মনোনয়ন পত্র দাখিল করেন।

মনোনয়ন পত্র দাখিলের পূর্বে শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন- আওয়ামী লীগের উপজেলা সভাপতি আলহাজ্ব আব্দুল হালিম উকিল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান লেবু, মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান, শহীদউল্লাহ তালুকদার মুকুল, নকলা উপজেলা চেয়ারম্যান বোরহান প্রমুখ।

মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ফজলুল হক ফজল, ঘাতক দালাল নিমূল কমিটির ডা. বিল্লাল হোসেন চৌধুরীসহ প্রমুখ ।

(দ্য রিপোর্ট/আইজেকে/ডিসেম্বর ০২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর