thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

ধোনির প্রত্যাশা

২০১৩ ডিসেম্বর ০২ ১১:১৮:৪৯
ধোনির প্রত্যাশা

দ্য রিপোর্ট ডেস্ক : আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে ভালো খেলার আশাবাদ ব্যক্ত করেছেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

দক্ষিণ আফ্রিকায় ভারতের অতীত রেকর্ড খুব ভাল নয়। তবে এবার তার ব্যতিক্রম ঘটানোর ব্যাপারে আশাবাদী ভারতীয় অধিনায়ক।

নিজেদের মাটিতে দক্ষিণ আফ্রিকা অত্যন্ত শক্তিশালী দল। তাদের দলের শক্তিমত্তা সম্পর্কে ভালোই জানেন ধোনি। তবে নিজের দলের খেলোয়াড়রাও যে তাদের থেকে কম কিছু নয় তাই যেন বোঝালেন ধোনি। তার মতে, ‘নিজেদের মাটিতে দক্ষিণ আফ্রিকা শক্তিশালী দল। স্টেইন-ডুমিনিরা এখন ফর্মে আছে। তবে আমরাও ভালো খেলছি। ধাওয়ান-কোহলিরা নিয়মিত রান পাচ্ছে। আমরা তাদের মোকাবেলায় প্রস্তুত আছি।’

টেস্ট স্কোয়াডে জায়গা না পাওয়া গৌতম গম্ভিরকে এই সিরিজে মিস করবেন বলেও জানিয়েছেন ধোনি। তিনি বলেন, ‘শচিনের বিদায়ের পর আমরা এখনো ৪ নাম্বারে তার পরিবর্তে কাউকে পাইনি। আর এটি ঠিক মুরালি বিজয়, শেখর ধাওয়ানরা অনেক ভালে খেলছে। তবুও তৃতীয় ওপেনার হিসেবে সেরা হলো গৌতম গম্ভির।’

ডিসেম্বরের ৫ তারিখ থেকে সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে। এই সম্পর্কে ধোনি বলেন, ‘এই বছর পুরোটা সময় আমরা ভালো ক্রিকেট খেলেছি। বছরের শেষটাও আমরা ভালোভাবে শেষ করতে চাই। আশা করছি দারুণ একটি সিরিজ হবে।’

বর্তমানে আইসিসি টেস্টে র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে আছে দক্ষিণ আফ্রিকা। আর ২ নম্বরে আছে ভারত।

অপরদিকে ওয়ানডেতে ভারত এক নম্বর অবস্থানে থাকলেও ৫ নম্বরে আছে দক্ষিণ আফ্রিকা।

দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ জিতে ডিসেম্বরে ধোনির দল দক্ষিণ আফ্রিকায় ২টি টেস্ট ও ৩টি ওয়ানডে খেলবে। অপরদিকে নিজেদের মাটিতে সদ্যই পাকিস্তানের কাছে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছে দক্ষিণ আফ্রিকা।

(দ্য রিপোর্ট/এমআই/জেএম/ডিসেম্বর ০২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর