thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত অবরোধ

২০১৩ ডিসেম্বর ০২ ১১:৩৩:৩৬
বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত অবরোধ

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অবরোধ বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত বাড়ানো হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় এক ভিডিও বার্তায় অবরোধ বৃদ্ধির এই ঘোষণা দেন বিএনপির যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত রেলপথ, নৌপথ ও রাজপথ অবরোধ চলবে।

এর আগে শনিবার ভোর ৬টায় শুরু হওয়া দ্বিতীয় দফা এ অবরোধ শেষ হওয়ার কথা ছিল মঙ্গলবার ভোর ৬টায়।

উল্লেখ্য দশম জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল বাতিল ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট হরতাল ও অবরোধ কর্মসূচি পালন করে আসছে।

(দ্য রিপোর্ট/টিএস-এমএইচ/জেএম/ডিসেম্বর ০২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর