thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ মে 24, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১১ জিলকদ  1445

চার কার্যদিবস পর পুঁজিবাজার ঊর্ধ্বমুখী

২০১৩ ডিসেম্বর ০২ ১১:৩৬:৩৩
চার কার্যদিবস পর পুঁজিবাজার ঊর্ধ্বমুখী

দ্য রিপোর্ট প্রতিবেদক: একটানা চার কার্যদিবস পর দেশের উভয় পুঁজিবাজার সোমবার ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। প্রথম ঘণ্টায় সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেনের পরিমাণও তুলনামুলক বেড়েছে।

সকাল সাড়ে ১১টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪২২৪ পয়েন্টে। আলোচ্য সময়ে লেনদেন হওয়া ২২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১৩টির, কমেছে ৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমানে লেনদেন হয়েছে ৮৫ কোটি ৯ লাখ।

রবিবার দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স ৪১৪৭ পয়েন্টে অবস্থান করে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক সকাল সাড়ে ১১টা পর্যন্ত ১১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮২২৩ পয়েন্টে। আলোচ্য সময়ে লেনদেন হওয়া ১২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১২টির, কমেছে ৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৮টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমানে লেনদেন হয়েছে ১০ কোটি ৯ লাখ টাকা।

(দ্য রিপোর্ট/এইচকে/ডিসেম্বর ২, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর