thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

সিলেটে ককটেল বিস্ফোরণ, আটক ১৯

২০১৩ ডিসেম্বর ০২ ১২:৫৭:৩৫
সিলেটে ককটেল বিস্ফোরণ, আটক ১৯

সিলেট সংবাদদাতা : টানা ৭২ ঘণ্টা অবরোধের তৃতীয় দিন সোমবার সিলেট নগরীর হুমায়ুন চত্বরে মিছিল-সমাবেশ করেছে ১৮ দলীয় জোট। সমাবেশ শেষে একটি টায়ার পোড়ানো হয়। এ সময় ৪-৫টি ককটেলের বিস্ফোরণ ঘটনায় ১৮ দলের কর্মীরা।

সকাল থেকে মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে দফায় দফায় মিছিল করে এক পর্যায়ে সড়কে অবস্থান নেন ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা। এখন পর্যন্ত সিলেটের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও নগরীতে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা বলয় গড়ে তুলেছে।

নগরীতে চলছে তল্লাশি। ভোর থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত পুলিশ বিএনপি-জামায়াতের ১৯ জনকে আটক করেছে বলে জানায় সিলেট মেট্রোপলিটন পুলিশ।

সিলেটের কদমতলী ও কুমারগাঁও বাস টার্মিনাল থেকে কোনো গাড়ি ছেড়ে যায়নি। তবে ট্রেন নির্ধারিত সময়ে গন্তব্যে ছেড়ে গেছে।

(দ্য রিপোর্ট/এমজে/এএস/ডিসেম্বর ০২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর