thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

শিগগির আত্মপ্রকাশ হচ্ছে বিকল্প জোটের

২০১৩ ডিসেম্বর ০২ ১২:৫৬:০৫
শিগগির আত্মপ্রকাশ হচ্ছে বিকল্প জোটের

সাগর আনোয়ার, দ্য রিপোর্ট : বিজয় দিবসের আগেই আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে নির্বাচনবিরোধী বিকল্প জোটের। বিকল্পধারার প্রেসিডেন্ট ডা এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন এ জোটে থাকছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব ও কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।

বিএনপির অবরোধ কর্মসূচি শেষে ও প্রক্রিয়াধীন ঘোষণাপত্র শেষ হলেই সংবাদ সম্মেলন করে এ জোটের আত্মপ্রকাশ ঘটানো হবে বলে জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন।

১ ডিসেম্বর রবিবার রাতে বি. চৌধুরীর বাসভবনে জোটের কর্মপন্থা ও ঘোষণাপত্র নিয়ে আলোচনাও হয়েছে বলে জানান তিনি।

জোট-সংশ্লিষ্ট নেতাদের দাবি, নতুন জোট ‘একতরফা’ নির্বাচনে অংশ নেবে না। নির্বাচনের পরিবেশ নিশ্চিত হলে বিএনপির সঙ্গে আসনভিত্তিক সমঝোতায় যাবে। জামায়াত থাকায় সরাসরি ১৮ দলীয় জোটে যাচ্ছে না জোটটি ।

প্রসঙ্গত : ২৪ নভেম্বর সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার গুলশান কার্যালয়ে দেখা করে এমন নিশ্চয়তাই বিএনপিকে দেন বিকল্পধারার নেতারা। চার সদস্যের প্রতিনিধি নিয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে দলটির মহাসচিব মেজর (অব.) মান্নান সাংবাদিকদের বলেন, ‘আমরা খালেদা জিয়াকে কথা দিয়েছি বিকল্পধারা একদলীয় নির্বাচন প্রত্যাখ্যান করছে। তবে আমরা ১৮ দলীয় জোটে যাচ্ছি না। আমাদের নিজেদের অবস্থান থেকে সরকারবিরোধী আন্দোলন চালিয়ে যাবো।’

বিকল্পজোটের বিষয়ে জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব দ্য রিপোর্টকে বলেন, ‘জনগণ একটা বিকল্প রাজনৈতিক শক্তি দেখতে চাচ্ছে। আমরা যত দ্রুত সম্ভব এ জোটের ঘোষণা দেওয়ার চেষ্টা করছি। জনগণ দুই দলের ওপর বিরক্ত। আশা করি আপনারা অতিদ্রুতই নতুন জোটের সংবাদ পাবেন।’

রব বলেন, ‘সরকার যেভাবে দমন-পীড়নের মাধ্যমে একদলীয় নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে- এতে করে দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে যাচ্ছে। তাই আমরা একদলীয় নির্বাচন বাতিলের দাবি জানাচ্ছি। রবিবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে তাকে জাতীয় সংলাপ ডাকার জন্য অনুরোধ করেছি।’

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ‘জনগণ বিকল্পশক্তির উত্থানের জন্য মুখিয়ে আছে। জনগণের আশা- আশাঙ্কাকে প্রাধান্য দিয়ে আমরা বিকল্প রাজনৈতিক শক্তির উত্থানের চেষ্টা করছি।’

কবে নাগান আত্মপ্রকাশ ঘটতে পারে এমন প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকী বলেন, ‘যত তাড়াতাড়ি করা যায় ততোই মঙ্গল। দেখা যাক।’

বিকল্পধারার জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য ড. নুরুল আমীন দ্য রিপোর্টকে বলেন, ‘এদেশের জনগণ একতরফা নির্বাচন মানবে না। সারাবিশ্বেও এ নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তাই আমরা বিকল্পজোটের মাধ্যমে এ নির্বাচন বর্জনের জন্য প্রক্রিয়া শুরু করেছি।’

নতুন জোটে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, মুক্তিযোদ্ধা যুব কমান্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহুল আমীন ঢালি বীর প্রতীকসহ বিভিন্ন শ্রেণী-পেশার নাগরিকদের সম্পৃক্ত করার প্রক্রিয়াও চলছে বলে জানা গেছে।

(দ্য রিপোর্ট/সাআ/এসবি/ডিসেম্বর ০২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর