thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

মানুষের প্রস্রাব থেকে শক্তি পাবে রোবট!

২০১৩ ডিসেম্বর ০২ ১৩:১৫:৩৯
মানুষের প্রস্রাব থেকে শক্তি পাবে রোবট!

দ্য রিপোর্ট ডেস্ক : মানুষের প্রস্রাব থেকে সংকোচন-প্রসারণের কাজ চালাবে এমন কৃত্রিম হৃদপিণ্ড তৈরি করেছেন বিজ্ঞানীরা। রোবটের জন্য এই হৃদপিণ্ড তৈরি করা হয়েছে। বিশেষ ধরনের ওই রোবটটি আবর্জনা সংগ্রহ করে সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন করতে পারবে।

ব্রিস্টল রোবোটিকস ল্যাবরেটরির গবেষকরা ইকোবোটস নামে ওই রোবটটি তৈরি করেছেন। প্রত্যেকটি ইকোবোটসেই বিদ্যুৎ উৎপাদনে সক্ষম মাইক্রোবিয়াল ফুয়েল সেল থাকবে। এটা ব্যবহার করে রোবটগুলো আবর্জনা থেকে নিম্নমাত্রার বিদ্যুৎ উৎপাদন করতে পারবে।

এ ধরনের রোবট পচা ফল কিংবা সবজি, মরা মাছি, ব্যবহৃত পানি, কাদা ও মানুষের প্রস্রাব থেকে শক্তি পেয়ে খুব ভালোভাবেই কাজ করেছে বলে গবেষকরা জানিয়েছেন।

ভবিষ্যতে ইকোবোটস মারাত্মক দূষণের এলাকাগুলো পর্যবেক্ষণের কাছে ব্যবহার করা হবে বলে মনে করা হয়। এছাড়া ইকোবোটস আগে থেকে বিপদ সংকেত জানিয়ে দেওয়ার কাজটিও করবে। তবে, ইকোবোটসের নিয়ন্ত্রণে খুব কমই মানুষের হস্তক্ষেপের প্রয়োজন হবে। সূত্র: পিটিআই।

(দ্য রিপোর্ট/কেএন/জেএম/ডিসেম্বর ০২, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর