thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

কক্সবাজার স্বেচ্ছাসেবক দলের সভাপতিসহ আটক ৫

২০১৩ ডিসেম্বর ০২ ১৩:৩০:৪৯
কক্সবাজার স্বেচ্ছাসেবক দলের সভাপতিসহ আটক ৫

কক্সবাজার সংবাদদাতা : কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজিজুর রহমানকে আটক করেছে পুলিশ। একই সময় জামায়াত-শিবিরের আরও চার কর্মীকে আটক করা হয়েছে। সোমবার ভোরে নিজ বাসভবন থেকে পুলিশ তাকে আটক করে।

স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা জানান, ভোরে কক্সবাজার সদর থানা পুলিশের একটি দল আজিজুর রহমানের বাড়িতে হানা দেয়। ওই সময় পুলিশ বাড়ির দরজা ভাঙচুর করে ভেতরে ঢুকে তাকে আটক করে।

আজিজুর রহমানের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, পুলিশ বাড়িতে ভাঙচুর চালিয়েছে।

কক্সবাজার সদর থানার ওসি জসীম উদ্দিন আজিজুর রহমানকে আটকের সত্যতা স্বীকার করে বলেন, নাশকতার অভিযোগে তাকে আটক করা হয়। সোমবার সকালে শহরের বিভিন্ন পয়েন্ট থেকে চার শিবিরকর্মীকেও আটক করা হয় বলে তিনি জানান।

এদিকে স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজিজুর রহমানকে আটকের প্রতিবাদে শহরের বিভিন্ন স্থানে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সকালে কক্সবাজার সিটি কলেজ এলাকায় পরিবহন ভাঙচুর করা হয়েছে। সকাল ১১টার দিকে টেকপাড়া এলাকায় টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

(দ্য রিপোর্ট/এএস/ডিসেম্বর ০২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর