thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

যশোরে যুবকের রহস্যজনক মৃত্যু

২০১৩ ডিসেম্বর ০২ ১৩:৪৯:০২
যশোরে যুবকের রহস্যজনক মৃত্যু

যশোর সংবাদদাতা : যশোরে একটি মাদক নিরাময় কেন্দ্রে কাজী ফারুক হোসেন রুমু (৪০) নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার সকালে শহরের খয়েরতলাস্থ আলফা মাদক নিরাময় কেন্দ্র থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।

নিহতের স্বজন মজিদ হোসেনের দাবি, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তিনি বলেন, মাদক নিরাময় কেন্দ্রের খাটের পাশের জানালার সঙ্গে কোমরের বেল্ট দিয়ে রুমুর লাশ ঝোলানো ছিল। খাট ও জানালার যে দূরত্ব তাতে ফাঁস দিয়ে ঝোলা সম্ভব নয়।

পুলিশ এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে দুজনকে আটক করেছে। আটকেরা হলো- শহরের ঘোপ সেন্ট্রাল রোডের আব্দুর রাজ্জাকের ছেলে মশিউর রহমান ও খয়েরতলা এলাকার গোলাম মোস্তফার ছেলে আলম মোল্লা।

যোগাযোগ করা হলে যশোর কোতোয়ালি থানার ওসি এমদাদুল হক শেখ জানান, জিজ্ঞাসাবাদের জন্য মাদক নিরাময় কেন্দ্রের দুজনকে আনা হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে।

(দ্য রিপোর্ট/জেএম/এফএস/ডিসেম্বর ০২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর