thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

সিলেটে মনোনয়নপত্র জমা দিলেন অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রী

২০১৩ ডিসেম্বর ০২ ১৪:২৫:২০
সিলেটে মনোনয়নপত্র জমা দিলেন অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রী

সিলেট সংবাদদাতা : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সোমবার দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সকাল ১০টায় বিয়ানীবাজার উপজেলার সহকারি রিটার্নিং অফিসারের কাছে সিলেট- ৬ আসনের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

আর দুপুর ১২টা ৫৫ মিনিটে রিটার্নিং অফিসারের কাছে সিলেট- ১ আসনের প্রার্থী হিসেবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মনোনয়নপত্র জমা দেন।

এ ছাড়া মনোনয়নপত্র জমা দিয়েছেন- সিলেট- ২ আসনে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট- ৩ আসনে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরী, সিলেট- ৪ আসনে ইমরান আহমদ ও সিলেট- ৫ আসনে মাসুক উদ্দিন আহমদ।

সিলেট- ১ আসনে সোমবার স্বতন্ত্র প্রার্থী ইফতেখার আহমদ লিমনও জেলা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন।

(দ্য রিপোর্ট/এমজেডসি/এইচএস/ এসবি/ডিসেম্বর ০২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর