thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

নারায়ণগঞ্জে সাবেক সেনা কর্মকর্তার ছেলে খুন

২০১৩ ডিসেম্বর ০২ ১৫:৩০:২৩
নারায়ণগঞ্জে সাবেক সেনা কর্মকর্তার ছেলে খুন

নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জে সাবেক সেনা কর্মকর্তার ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাতে সদর উপজেলার ফতুল্লার লিংক রোড থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের নাম মোহম্মদ মালেক ফরাজী রাজীব (২৯)। বাবা আব্দুল হক সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল। নিহত রাজীব ফতুল্লার চাঁদমারী এলাকায় ভাড়া থাকত। তাদের বাড়ি ঢাকা মহাখালী ডিওএইচএস।

ফতুল্লা মডেল থানার এসআই মাজাহার জানান, ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের দেলপাড়া এলাকায়, ভূঁইয়া ফিলিং স্টেশনের সামনে মৃতদেহটি পড়ে ছিল। ধারণা করা হচ্ছে রবিবার রাতে কোনো এক সময়ে এই হত্যাকাণ্ড হয়েছে। নিহত রাজীব একজন আইনজীবী বলে জানান। হত্যার কারন সম্পর্কে কিছু বলতে পারেননি।

নারায়ণগঞ্জ ২০০ শয্যা হাসপাতালের ডাক্তার নাজিমউদ্দিন জানান, রাজীবকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

রাজীবের মৃতদেহ দেখতে নারায়ণগঞ্জ হাসপাতালে গিয়েছেন জেলা পুলিশ সুপার নূরুল ইসলাম, ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতার হোসেন ও পরিদর্শক সাইফুল ইসলাম।

পুলিশ সুপার নুরুল ইসলাম সাংবাদিকদের জানান, রাজীবকে গুলি নাকি ছুরির আঘাতে হত্যা করা হয়েছে তা ময়নাতদন্তের পরে জানা যাবে।

(দ্য রিপোর্ট/টিএএআর/এফএস/এএস/ডিসেম্বর ০২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর