thereport24.com
ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি 25, ২১ পৌষ ১৪৩১,  ৫ রজব 1446

সূচক বাড়লেও লেনদেন কমেছে

২০১৩ ডিসেম্বর ০২ ১৫:৩৩:০৩
সূচক বাড়লেও লেনদেন কমেছে

দ্য রিপোর্ট প্রতিবেদক : একটানা চার কার্যদিবস দর পতনের পর সোমবার উভয় পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা ফিরেছে। দিনের শুরু থেকেই বাজার ঊর্ধ্বমুখী থাকে। দুপুর সাড়ে ১২টার পর সূচক রেখা কিছুটা নিচের দিকে নামলেও অল্প সময়ের ব্যবধানে বাজার পুনরুদ্ধার হয়। দিনের বাকি সময় ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়। সূচক বাড়লেও টাকার অংকে লেনদেন তুলনামুলক কমেছে।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স সোমবার আগের দিনের চেয়ে ৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪১৯৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০৭টির, কমেছে ৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৩৪৭ কোটি ৮৫ লাখ ২২ হাজার টাকা। রবিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩৪৮ কোটি ৬৮ লাখ ৭৮ হাজার টাকা। অর্থাৎ সোমবার ডিএসইতে লেনদেন কমেছে ৮৩ লাখ ৫৬ হাজার টাকা। রবিবার ডিএসইর ব্রড ইনডেক্স স্থির হয় ৪১৪৭ পয়েন্টে।

সোমবার ডিএসইতে দর বাড়ার শীর্ষ-১০ কোম্পানির তালিকায় প্রথমস্থানে রয়েছে বিডি বিল্ডিং। এদিন এ শেয়ারের দর বেড়েছে ৯.৯৬ শতাংশ। তালিকার পরবর্তী স্থানে থাকা রহিমা ফুডের দর বেড়েছে ৯.৮৪ শতাংশ, ফাইন ফুডের ৮.২৯ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৭.৬৯ শতাংশ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৬.৯৯ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৬.৬৬ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৬.৬১ শতাংশ, বেঙ্গল উইন্ডসোরের ৬.৫৬ শতাংশ, ইউসিবিএলের ৬ শতাংশ এবং বিডি ফাইন্যান্সের শেয়ার দর বেড়েছে ৫.৫৮ শতাংশ।

দর কমার শীর্ষ-১০ কোম্পানির মধ্যে প্রথম স্থানে রয়েছে স্টাইল ক্রাফট। এ শেয়ারের দর কমেছে ৬.২৪ শতাংশ। এছাড়া তালিকার অন্য কোম্পানিগুলোর মধ্যে এটলাস বাংলাদেশের দর কমেছে ৫.৬৮ শতাংশ, পাওয়ার গ্রীডের ৫.৩০ শতাংশ, কোহিনূর ক্যামিকেলের ৪.২২ শতাংশ, স্টান্ডার্ড সিরামিকের ৪.১৪ শতাংশ, অলটেক্স ইন্ডাষ্ট্রিজের ৪.০৫ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ২.৮৬ শতাংশ, আইসিবি ফার্স্ট এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ২.৭০ শতাংশ, বাটা সু’র ২.০৮ শতাংশ এবং ডেল্টা স্পিনার্সের শেয়ার দর কমেছে ২.০৮ শতাংশ।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক সোমবার আগের দিনের চেয়ে ৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮১৯৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২১৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ৬১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির। টাকার অংকে লেনদেন হয়েছে ৪১ কোটি ৮৬ লাখ টাকা।

রবিবার সিএসইতে লেনদেন হয়েছিল ৪৫ কোটি ১২ লাখ টাকা। অর্থাৎ সোমবার সিএসইতে লেনদেন কমেছে ৩ কোটি ২৬ লাখ টাকা।

(দ্য রিপোর্ট/এইচকে/ডিসেম্বর ২, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর