thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

মুন্সীগঞ্জে ত্রিমুখী ধাওয়া-পাল্টাধাওয়া

২০১৩ ডিসেম্বর ০২ ১৫:৩৯:২১
মুন্সীগঞ্জে ত্রিমুখী ধাওয়া-পাল্টাধাওয়া

মুন্সীগঞ্জ সংবাদদাতা : ঢাকা-মাওয়া মহাসড়কে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সমষপুর এলাকায় সোমবার দুপুর ১২টায় ছাত্রদল কর্মীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ কর্মীদের ত্রিমুখী ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ছাত্রদলকর্মীরা তিনটি যাত্রীবোঝাই বাস ভাঙচুর ও টায়ারে আগুন ধরিয়ে মহাসড়কে অবরোধ সৃষ্টি করে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, মহাসড়কে অবরোধকারীরা টায়ারে আগুন ধরিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি করলে পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় অবরোধকারীরা কয়েকটি যাত্রীবোঝাই বাস লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে মারে। এতে ‍তিনটি বাসের জানালার কাচ ভেঙে যায়।

শ্রীনগর উপজেলা ছাত্রদলের সভাপতি যুবরাজ খান কাজল জানান, দুপুর ১২টায় মহাসড়কে অবরোধ সৃষ্টি করলে পুলিশ ও ছাত্রলীগকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।

(দ্য রিপোর্ট/এমএএস/এমএইচও/এএস/ডিসেম্বর ০২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর