thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

ভোলায় বিএনপি-আ.লীগ সংর্ঘষ, আহত শতাধিক

২০১৩ ডিসেম্বর ০২ ১৫:৪২:২১
ভোলায় বিএনপি-আ.লীগ সংর্ঘষ, আহত শতাধিক

ভোলা সংবাদদাতা : ১৮ দলের ডাকা টানা ৭২ ঘণ্টার অবরোধকে কেন্দ্র করে জেলা সদর রোডে সোমবার দুপুর ১টায় বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে পুলিশসহ উভয়পক্ষের শতাধিক নেতাকর্মী আহত হন। ঘটনাস্থল থেকে ২০ জনকে আটক করেছে পুলিশ।

ভোলা পুলিশ সুপার জানান, উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষে পুলিশ, সাংবাদিকসহ উভয়পক্ষের শতাধিক লোক আহত হয়। ওই সময় পুলিশ ২০ জনকে আটক করে।

স্থানীয়রা জানান, দুপুর ১টায় সদরের তালুকদার ভবনের সামনে বিএনপি-আ.লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের একপর্যায়ে উভয়পক্ষের নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে।

(দ্য রিপোর্ট/জেএসবি/এমএইচও/এএস/ডিসেম্বর ০২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর