thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

‘ক্ষমতা ছেড়ে আন্দোলন প্রতিহত করুন’

২০১৩ ডিসেম্বর ০২ ১৫:৪৩:৩৩
‘ক্ষমতা ছেড়ে আন্দোলন প্রতিহত করুন’

দ্য রিপোর্ট প্রতিবেদক : নির্বাহী ক্ষমতা ছেড়ে জনগণের কাতারে এসে বিরোধী দলের আন্দোলন প্রতিহত করার আহ্বান করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি রুহুল আমিন গাজী।

জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে সোমবার দুপুরে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। ‘নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে সকল দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের দাবিতে’ এই আলোচনা সভার আয়োজন করে সম্মিলিত পেশাজীবী পরিষদ ।

রুহুল আমিন গাজী বলেন, প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মাঠে এসে আন্দোলন করতে বলেছেন। কিন্তু চারপাশে প্রশাসনের নিরাপত্তা রেখে আন্দোলনের আহ্বান করা সহজ। পারলে নির্বাহী ক্ষমতা ছেড়ে জনগণের কাতারে এসে বিরোধী দলের আন্দোলন প্রতিহত করুণ। তখন দেখা যাবে কে বেশী শক্তিশালী।

এ সময় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার জন্য আহ্বান জানান তিনি।

বিএফইউজের সাংবাদিক এ নেতা বলেন, নির্দলীয়-নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন হতে পারে না। নিরপেক্ষ সরকার ছাড়া আমরা নির্বাচনেও যাব না।

হরতাল-অবরোধে যারা নৈরাজ্য সৃষ্টি করছে তাদের ফুটেজ সংগ্রহ করার জন্য গণমাধ্যমের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বানের কথা উল্লেখ করে বিএফইউজের মহাসচিব শওকত মাহমুদ বলেন, প্রধানমন্ত্রীর কথা মেনেই সাংবাদিকরা কামরাঙ্গির চরে দায়িত্ব পালন করতে গিয়েছিলেন। কিন্তু সেখানে যুবলীগের কর্মীরা তাদের দায়িত্ব পালনের সময় পিটিয়ে পুলিশের হাতে তুলে দেয়। এরপর আদালতে এনে চারদিনের রিমান্ড দেন। এতেই বোঝা যায় যে দেশের বিচার ব্যবস্থা স্বাধীন নয়। সরকারের কথায় ও কাজে কোন মিল নেই।

যেদেশে প্রধান বিরোধী দলের রাজনৈতিক কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয় সে দেশে গণতন্ত্র থাকে না বলে মন্তব্য করেন তিনি।

ভারত আওয়ামী লীগের পক্ষ নিয়ে বাংলাদেশের স্বাধীনতা খর্ব করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

তথ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল হাই শিকদার বলেন, বর্তমান অযোগ্য তথ্যমন্ত্রী দায়িত্বে থাকাবস্থায় আমাদের সাংবাদিকদের ওপর নির্যাতন হচ্ছে। তাই এই নির্লজ্জ তথ্যমন্ত্রীর পদত্যাগ চাই।

সভায় আরো উপস্থিত ছিলেন ডিইউজের সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলম প্রধান, ঢাবি অধ্যাপক আনু আহমেদ, ঢাকা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট সানাউল্লাহ, ড্যাবের সভাপতি আজিজুর রহমান, প্রকৌশলী আব্দুর রব, কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসাদুজ্জামান প্রমুখ।

(দ্য রিপোর্ট/এসআর/এসবি/ডিসেম্বর ০২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর