thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

ডেমরায় টেম্পুতে আগুন, পোশাককর্মী অগ্নিদগ্ধ

২০১৩ ডিসেম্বর ০২ ১৬:০১:৩৬
ডেমরায় টেম্পুতে আগুন, পোশাককর্মী অগ্নিদগ্ধ

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর ডেমরা এলাকায় টেম্পুতে আগুন দিয়েছে অবরোধকারীরা। এতে অগ্নিদগ্ধ হয়েছেন পোশাককর্মী শিরিনা আক্তার (১৮)।

সোমবার সকাল সাড়ে ৮টায় টেম্পুতে করে কাঁচপুর যাওয়ার সময় ডেমরা ব্রিজের কাছে পৌঁছলে অবরোধকারীরা টেম্পুতে আগুন ধরিয়ে দেয়। এতে অগ্নিদগ্ধ হন শিরিনা আক্তার।
তার স্বামী মো. শাহিন জানান, শিরিনা আক্তার সিনহা গার্মেন্টসে কাজ করে। সকালে গার্মেন্টসের উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় অবরোধকারীরা টেম্পুতে আগুন ধরিয়ে দেয়। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ণ ইউনিটে নিয়ে আসা হয়।
তিনি আরও জানান, তার স্ত্রী শিরিনা আক্তার আট মাসের অন্তঃসত্বা।
ঢাকা মেডিকেল বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ সংকর পাল জানান, তার শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।
(দ্য রিপোর্ট/এসআর/এফএস/জেএম/ডিসেম্বর ০২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর