thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

ঢাবির জনতা ব্যাংক থেকে ককটেল উদ্ধার

২০১৩ ডিসেম্বর ০২ ১৬:১৩:০৭
ঢাবির জনতা ব্যাংক থেকে ককটেল উদ্ধার

ঢাবি প্রতিবেদক : জনতা ব্যাংকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) শাখা থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, সোমবার বেলা আড়াইটার দিকে ডিবি পুলিশ ককটেলগুলো উদ্ধার করে। পরে ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

ব্যাংকের গার্ড জানান, কে বা কারা ককটেল তিনটি একটি ব্যাগের মধ্যে রেখে যায়। বিষয়টি দেখেতে পেয়ে তিনি ব্যাংক কর্মকর্তাদের জানান। পরে তারা শাহবাগ থানায় খবর দিলে ডিবি পুলিশ এসে ককটেলগুলি উদ্ধার করে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এ এম আমজাদ আলী বলেন, টিএসসির জনতা ব্যাংকের ভিতর থেকে ৩টি ককটেল উদ্ধার করে পুলিশ। তবে অবরোধ সমর্থনকারীরা এ ঘটনা ঘটিয়েছে বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/জেএইচ/এসবি/ডিসেম্বর ০২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর