thereport24.com
ঢাকা, রবিবার, ৬ জুলাই 25, ২২ আষাঢ় ১৪৩২,  ১০ মহররম 1447

চলচ্চিত্রে আসিফ

২০১৩ ডিসেম্বর ০২ ১৬:১৪:১৫
চলচ্চিত্রে আসিফ

দ্য রিপোর্ট ডেস্ক : চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে পাকিস্তানের পেসার মোহাম্মদ আসিফের। পাকিস্তান- ভারতের যৌথ প্রযোজনায় ‘ইন্ডিয়া মে পাকিস্তান’ চলচ্চিত্রে অভিনয় করবেন তিনি।

স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার অপরাধে ২০১০ সাল থেকে সকল প্রকার ক্রিকেটে নিষিদ্ধ আসিফ। এরপর নতুন কিছু করার চেষ্টা করছিলেন তিনি। এ বিষয়ে আসিফ বলেছেন, ‘আমি এখন কিছুই করছি না। আমার কাছে যখন এই প্রস্তাব আসে তখন লুফে নিই এটা। বিষয়টিকে চ্যালেজ্ঞ হিসেবে নিয়েছি আমি।’

এই পেসার আরো বলেছেন, ‘আমি শুধু টাকার জন্য চলচ্চিত্রে অভিনয় করছি না। নতুন কিছু করার তাড়না থেকে এই কাজ শুরু করছি।’

ওয়ান্স মোর ইন্টারন্যাশনালের ব্যানারে নির্মিত হবে চলচ্চিত্রটি। রোমান্টিক কমেডি ধাঁচের চলচ্চিত্রটি দুই দেশের সম্পর্ক উন্নয়নে আরো সহায়ক ভূমিকা পালন করবে বলে জানান চলচ্চিত্রের পরিচালক ইকরাম আক্তার।

(দ্য রিপোর্ট/এমআই/সিজি/ডিসেম্বর ২, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর