thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

লাকসাম-নাঙ্গলকোটে মঙ্গলবার থেকে লাগাতার হরতাল

২০১৩ ডিসেম্বর ০২ ১৬:২৮:২৪
লাকসাম-নাঙ্গলকোটে মঙ্গলবার থেকে লাগাতার হরতাল

কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লার লাকসাম উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম হিরু ও পৌরসভা বিএনপির সভাপতি হুমায়ুন কবির পারভেজের সন্ধান ও মুক্তির দাবিতে লাকসাম ও নাঙ্গলকোটে লাগাতার হরতালের ডাক দেওয়া হয়েছে।

সোমবার দুপুর সাড়ে ১২টায় নাঙ্গলকোট উপজেলা ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।

এদিকে একই দাবিতে সোমবার সকাল ৬টা থেকে কুমিল্লা-১১ (লাকসাম-মনোহরগঞ্জ) লাগাতার হরতাল কর্মসূচি পালন করছে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত ২৭ নভেম্বর রাত ১০টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ সীমান্তের আলিশ্বর এলাকা থেকে ‍উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম হিরু, পৌরসভা বিএনপি সভাপতি হুমায়ুন কবির পারভেজ ও বিএনপি নেতা জসিম উদ্দিনকে আটক করা হয়। পরে বিএনপি নেতা জসিম উদ্দিনকে র‌্যাব-১১ লাকসাম থানায় হস্তান্তর করলেও অপর দুই নেতাকে আটকের বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনী স্বীকার করেনি।

(দ্য রিপোর্ট/জেপি/এইচএস/এমডি/ডিসেম্বর ০২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর