thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৩ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৪ পুলিশ নিহত

২০১৩ ডিসেম্বর ০২ ১৬:৪০:১৬
আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৪ পুলিশ নিহত

দ্য রিপোর্ট ডেস্ক : আফগানিস্তানের একটি পুলিশ ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলায় অন্তত চারজন পুলিশ সদস্য নিহত ও ১৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন। খবর এএফপির।

রাজধানী কাবুল থেকে দক্ষিণ-পশ্চিমে ওরদাক প্রদেশের নারখ জেলায় সোমবার ভোরে এ হামলার ঘটনা ঘটে। আত্মঘাতী হামলাকারী একটি বিস্ফোরক ভর্তি ট্রাক নিয়ে ওই ঘাঁটির মধ্যে এসে নিজেকে উড়িয়ে দেয়।

বিস্ফোরণের সময় ওই পুলিশ ঘাঁটির মসজিদে হতাহতরা ফজরের নামাজ আদায়ের জন্য জড়ো হয়েছিলেন বলে গণমাধ্যমের খবরে জানা গেছে।

তালেবান এ হামলার দায় স্বীকার করেছে।

আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্রায়ই এ ধরনের হামলার শিকার হন।

নারখ জেলা ওরদাক প্রদেশের মধ্যে সবচেয়ে সংঘাতপ্রবণ এলাকা। জেলার অনেক গ্রাম তালেবানের নিয়ন্ত্রণে। তবে হিজব-ই-ইসলামের সদস্যরাও এসব এলাকায় সক্রিয়।

(দ্য রিপোর্ট/কেএন/এমডি/ ডিসেম্বর ০২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর