thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৩ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

চাঁদের উদ্দেশে যাত্রা করলো চ্যাং-৩

২০১৩ ডিসেম্বর ০২ ১৭:০০:৪৭
চাঁদের উদ্দেশে যাত্রা করলো চ্যাং-৩

দ্য রিপোর্ট ডেস্ক : প্রথমবারের মতো কোনো চীনা মহাকাশ যান চাঁদের উদ্দেশে যাত্রা করেছে। সোমবার সকালে দেশটির দক্ষিণের সিচুয়ান প্রদেশ থেকে চ্যাং-৩ (জেড র‌্যাবিট) নামে থ্রিবি রকেটটি উৎক্ষেপণ করা হয়। খবর জিনহুয়ার।

বছর দশেক আগে দেশটি প্রথমবারের মতো মহাকাশে যান পাঠায়। তবে চাঁদে এটাই দেশটির প্রথম অভিযান।

এ অভিযানে মহাকাশ যানটি চাঁদের চারদিকে প্রদক্ষিণ করে তার মাটিতে অবতরণ করবে।

চীনা বিজ্ঞানীরা জানিয়েছেন, এ যানটির প্রায় ৮০ শতাংশ যন্ত্রপাতিই নতুন।

২০০৭ ও ২০১০এ চ্যাং-১ ও চ্যাং-২ এর সফল অভিযানের পর এবারের অভিযানও সফল হবে বলে চীনা সরকার আশা করছে।

(দ্য রিপোর্ট/এসকে/এমডি/ডিসেম্বর ০২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর