thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

‘এ নির্বাচনই শেষ নির্বাচন’

২০১৩ ডিসেম্বর ০২ ১৭:১৬:৪৬
‘এ নির্বাচনই শেষ নির্বাচন’

সিলেট সংবাদদাতা : ‘এ নির্বাচনই শেষ নির্বাচন, এরপর আর কোনো নির্বাচনে অংশ নিবো না’ বলে সাফ জানিয়েছেন নির্বাচনকালীন সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সিলেট জেলা রিটার্নিং অফিসারের কাছে সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ ঘোষণা দেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, ‘এবারও আমার নির্বাচন করার ইচ্ছে ছিল না। কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানিতে আর জনগণের চাওয়াতে আমি আবারও নির্বাচনে অংশ নিয়েছি। আশা করি জনগণই আমাকে আবারও ভোট দিয়ে নির্বাচিত করবেন।’

দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি আওয়ামী লীগকে ফের ক্ষমতায় আনার আহবান জানান। পাশাপাশি জামায়াত-শিবিরকে প্রতিহত করারও ঘোষণা দেন।

এ সময় তার সঙ্গে ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়মী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমজেসি/এমএআর/ডিসেম্বর ০২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর