thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

বান্দরবান আওয়ামী লীগ সভাপতি বহিষ্কার

২০১৩ ডিসেম্বর ০২ ১৭:২১:১৯
বান্দরবান আওয়ামী লীগ সভাপতি বহিষ্কার

চট্টগ্রাম সংবাদদাতা : দলীয় নির্দেশ অমান্য করে মনোনয়ন ফরম ক্রয় ও জমা দেওয়ার কারণে বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি প্রসন্ন কান্তি তঙচঙ্গাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলীয় সভায় সোমবার দুপুরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাধারণ সম্পাদক কাজী মুজিবর রহমান জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে প্রসন্নকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, প্রসন্ন কান্তি তঙচঙ্গা জানান, দলীয় সভাপতিকে বহিষ্কারের ক্ষমতা জেলা কমিটির নেই। আমাকে বহিষ্কার করতে পারে একমাত্র কেন্দ্রই।

সভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ৩০০নং বান্দরবান আসনের এমপি বীর বাহাদুর, সহ-সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক কাজী মুজিবর রহমান, প্রচার সম্পাদক সাদেক হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/কেএইচএস/এমএইচও/এমএআর/ডিসেম্বর ০২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর