thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

বরিশালে অস্ত্রসহ আটক ৫

২০১৩ ডিসেম্বর ০২ ১৭:৩৫:৩৯
বরিশালে অস্ত্রসহ আটক ৫

বরিশাল সংবাদদাতা : বরিশাল শহরের দপদপিয়া সেতু এলাকা থেকে সোমবার বেলা ১২টার সময় দেশীয় অস্ত্রসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। এ সময় ৩ জন পালিয়ে যায়।

আটককৃতরা হলেন, শামীম (২০), আব্দুল্লাহ (১৮), ইমরান (২১), ইমন (২৩) ও মিন্টু (২২)। এরা বরিশাল সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকার বাসিন্দা বলে নিশ্চিত করেছে পুলিশ।

নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার এটিএম মোজাহিদুল ইসলাম জানান, আটককৃতরা একটি মাহিন্দ্রো গাড়িতে করে ব্রিজ পার হওয়ার সময় সন্দেহ হলে পুলিশ গাড়ি থামায়। এসময় গাড়িতে তল্লাশি করে দেশীয় তৈরি দুইটি দা উদ্ধার করা হয়।

পুলিশের ধারনা, এরা মারামারি করার জন্য অস্ত্র নিয়ে বরিশাল সদর উপজেলার কর্নকাঠি গ্রামে যাচ্ছিলো। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(দ্য রিপোর্ট/বিএস/এমসি/ডিসেম্বর ০২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর