thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল 24, ১৭ বৈশাখ ১৪৩১,  ২১ শাওয়াল 1445

সাতক্ষীরা ৪ আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

২০১৩ ডিসেম্বর ০২ ১৭:৪৬:১৩
সাতক্ষীরা ৪ আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

সাতক্ষীরা সংবাদদাতা : দশম জাতীয় সংসদ নির্বাচনে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সোমবার সাতক্ষীরা চারটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা।

সোমবার সাতক্ষীরা জেলা রিটার্নিং ও উপজেলা সহকারী রিটার্নিং অফিসের কার্যালয়ে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।

জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, সোমবার সাতক্ষীরা (তালা-কলারোয়া)- ১ আসনে আওয়ামী লীগ প্রার্থী শেখ নূরুল ইসলাম, জাতীয় পার্টির প্রার্থী সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত, স্বতন্ত্র প্রার্থী সরদার মুজিব, ওয়ার্কার্স পার্টির প্রার্থী অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, জাসদ (ইনু) আবুল কালাম আজাদ মনোনয়নপত্র দাখিল করেছেন।

সাতক্ষীরা (সদর)- ২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মীর মোস্তাক আহমেদ রবি, জাতীয় পার্টির প্রার্থী সংসদ সদস্য আব্দুল জব্বার, জাতীয় পার্টি (জেপি) প্রার্থী মহসিন হোসেন বাবলু, ন্যাপ প্রার্থী কাজী সাঈদুর রহমান, স্বতন্ত্র প্রার্থী সাইফুল করিম সাবু মনোনয়নপত্র জমা দেন।

সাতক্ষীরা- ৩ ( আশাশুনি- দেবহাটা ও কালিগঞ্জ আংশিক) আওয়ামী লীগ প্রার্থী ও সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক, জাতীয় পার্টির প্রার্থী স ম সালাউদ্দিন ও বিএনএফ প্রার্থী ইয়াকুব আলী জেলা রিটার্নিং অফিসে মনোনয়নপত্র দাখিল করেন।

এ ছাড়া সাতক্ষীরা- ৪ (শ্যামনগর- কালিগঞ্জ আংশিক) আসনে আওয়ামী লীগ প্রার্থী জগলুল হায়দার, জাতীয় পার্টির প্রার্থী আব্দুস সাত্তার মোড়ল, জাসদ প্রার্থী আশেক-ই-এলাহী মনোনয়নপত্র জমা দেন।

(দ্য রিপোর্ট/এমআরইউ/এসবি/ডিসেম্বর ০২, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর