thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

‘সাতক্ষীরা পুলিশ সুপারকে প্রত্যাহারের দাবি’

২০১৩ ডিসেম্বর ০২ ১৮:০২:৫৫
‘সাতক্ষীরা পুলিশ সুপারকে প্রত্যাহারের দাবি’

সাতক্ষীরা সংবাদদাতা : দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ এনে সাতক্ষীরা পুলিশ সুপার মোল্যা জাহাঙ্গির হোসেনকে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাতক্ষীরার কর্মরত সাংবাদিকরা।

সাতক্ষীরা প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে সোমবার দুপুরে প্রেস ক্লাব সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় এ দাবি জানানো হয়।

সভায় বক্তারা বলেন, সম্প্রতি হরতাল ও অবরোধ চলাকালে সাতক্ষীরা প্রেস ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ইয়ারব হোসেনসহ কমপক্ষে ২০ জন সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের ঘটনা ঘটে। এ সব ঘটনায় পুলিশ প্রশাসনের কোন সহযোগিতা পাওয়া যায়নি। তাই পুলিশ সুপারকে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

এব্যাপারে সাতক্ষীরা পুলিশ সুপার মোল্যা জাহাঙ্গির হোসেন দ্য রিপোর্টকে জানান, দায়িত্ব পালনে তার কোন ব্যর্থতা নেই। সারাদেশে অস্থিতিশীল পরিবেশের মধ্যে সাতক্ষীরার পরিবেশ অনেকটা শান্ত রয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাংবাদিক ইয়ারব হোসেনের উপর হামলার খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছান। সাংবাদিকরা সহযোগিতা পেয়ে তা পাননি এ অভিযোগ সত্য নয় বলে দাবি করেন তিনি।

সভায় সাংবাদিক ইয়ারব হোসেনের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে এবং জেলার বিভিন্ন স্থানে কর্মরত সাংবাদিকদের হামলার প্রতিবাদে মঙ্গলবার প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী, প্রধান নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, প্রেস ক্লাবের নব নির্বাচিত সভাপতি আবু আহমেদ, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, মনিরুল ইসলাম মিনি, অ্যাডভোকেট অরুন ব্যনার্জী, মমতাজ আহমেদ বাপী, আব্দুল বারী, এম কামরুজ্জামান, মোজাফ্ফর রহমান, নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, রুহুল কুদ্দুস, আবুল কাসেম, ফারুক মাহবুবুর রহমান প্রমূখ।

উল্লেখ্য, ৩০ নভেম্বর সকাল ১১টায় পেশাগত দায়িত্ব পালনের উদ্দেশে সদর উপজেলার দেবনগর চারাবটতলা এলাকায় জামায়াত-শিবির সমর্থকরা সাংবাদিক ইয়ারব হোসেনকে মটরসাইকেল থেকে নামিয়ে লোহার রড় দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে। বর্তমানে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

(দ্য রিপোর্ট/এমআরইউ/এসবি/ডিসেম্বর ০২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর