thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

ফের ঢাকায় আইসিসি দল

২০১৩ ডিসেম্বর ০২ ১৮:১৪:৫৫
ফের ঢাকায় আইসিসি দল

দ্য রিপোর্ট প্রতিবেদক : ফের ঢাকায় এসেছে আইসিসি প্রতিনিধি দল। উদ্দেশ্য টোয়েন্টি২০ বিশ্বকাপ বাংলাদেশের ভেন্যু পরিদর্শন। আসলে বিশ্বকাপ যে ভেন্যুতে হবে তার সর্বশেষ অবস্থান সরেজমিনে দেখতেই বাংলাদেশে এসেছে আইসিসির পরিদর্শক দল।

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন সুজন জানিয়েছেন, আইসিসির ইভেন্ট ম্যানেজার ক্রিস টেটলির নেতৃত্বে ৭ সদস্যের দলটি ঢাকায় এসেছে। পরিদর্শক দলে আইসিসির নিরাপত্তা, গ্রাউন্ড, মিডিয়া বিভাগ ছাড়াও অন্য কর্মকর্তারাও রয়েছেন। বিশ্বকাপের ভেন্যু পরিদর্শন শেষে আগামী ৬ ডিসেম্বর তারা ঢাকা ত্যাগ করবেন।

বিসিবি জানিয়েছে, সোমবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম পরিদর্শন শেষে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছে পরিদর্শক দলটি। মঙ্গলবার চট্টগ্রাম স্টেডিয়ামও পরিদর্শন করবেন তারা। বুধবার সিলেট স্টেডিয়াম ও বৃহস্পতিবার বিকেএসপি পরিদর্শন শেষে সফর সমাপ্ত করবে সফরকারী দলটি।

এর আগেও আইসিসি কয়েক দফা বাংলাদেশে পাঠিয়েছে পরিদর্শক দল। বাংলাদেশে টোয়েন্টি২০ বিশ্বকাপ ক্রিকেট ২০১৪ সালে অনুষ্ঠিত হবে। বাছাইপর্ব শুরু হবে ১৬ মার্চ। যেখানে ৮টি দল অংশ নেবে। দুই গ্রুপ থেকে সেরা ২ দল চূড়ান্ত পর্বে খেলবে

(দ্য রিপোর্ট/এএস/সিজি/ডিসেম্বর ২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর