thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

ঢাকা-চট্টগ্রাম-সিলেটে ট্রেন চলাচল স্বাভাবিক

২০১৩ ডিসেম্বর ০২ ১৮:১৬:৫৭
ঢাকা-চট্টগ্রাম-সিলেটে ট্রেন চলাচল স্বাভাবিক

কুমিল্লা সংবাদদাতা : ২২ ঘন্টা বন্ধ থাকার পর ঢাকা-চট্রগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ সোমবার বিকেল সাড়ে পাঁচটায় আবার স্বাভাবিক হয়েছে।

কুমিল্লা সহকারী রেলস্টেশন মাস্টার শফিকুর রহমান দ্য রিপোর্টকে জানান, সোমবার বিকেল সাড়ে পাঁচটায় আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

ফিসপ্লেট খুলে রাখার কারণে রবিবার রাত পৌনে আটটায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর গোধূলী এক্সপ্রেস ট্রেনটি জেলার বুড়িচং উপজেলার সিন্দুলিয়া ব্রিজ এলাকায় লাইনচ্যূত হয়। ট্রেনটির ইঞ্জিনসহ মোট আটটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় অন্তত শতাধিক যাত্রী আহত হন।

রবিবার রাতেই দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারের জন্য কুমিল্লার লাকসাম ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া জংশন থেকে দুটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

(দ্য রিপোর্ট/জেপি/এমএইচও/এমডি/ডিসেম্বর ০২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর